সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জের ওয়েবসাইটে স্বাগতম
নাগরিক সেবা সহজলভ্য করার অঙ্গীকারে বদ্ধপরিকর সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্য ও ‘সিভিল সার্জন অফিস’ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদান করাই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সেবাসমূহ সম্পর্কে জানার পাশাপাশি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে।
এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয়ের কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সেবা, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া যাবে।
আমরা বিশ্বাস করি, এ প্ল্যাটফর্মটি নাগরিকদের সাথে সেতুবন্ধন তৈরি করবে এবং নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের সেবাকে আরও উন্নত ও কার্যকর করতে সহায়তা করবে।
>>> ওয়েব বেইজ সফটওয়ার (DHIS-2) এর মাধ্যমে সকল কমিউনিটি ক্লিনিক (প্রায় ১৪০০ হাজার), উপজেলা, জেলা বিশেয়ায়িত হাসপাতালের সব ধরনের তথ্য অনলাইন এর মাধ্যমে প্রদান ও নিজস্ব সার্ভারে জমা দেওয়া হয়, সে লক্ষে পর্যাপ্ত সংখ্যক ল্যাপটপ, ডেক্সটপ ,ট্যাব, LAN সংযোগ, মোডেম সরবরাহ করা হয়েছে।
>>> আঙ্গুলের ছাপ সনাক্তকরনের মাধ্যমে অফিস উপস্থিতি তদারকি করা হয় ।
>>> মানব সম্পদ ডাটাবেজের (HRIS) মাধ্যমে সকল কর্মকর্তা ও কর্মচারীর পারসোনাল ডাটাসিট সংরক্ষন ও বদলী / পদায়ন নিশ্চিত করন ।
>>> অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার দ্বারা টেলিমেডিডসিন সার্ভিস চালু আছে।
>>> ভিডিও কনফারেসিং এর মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা ও মিটিং করা ।
>>> স্বাস্থ্য বাতায়ন এর ১৬২৬৩-তে ফোন করে বিনামুল্যে সবসময় (৩৬৫/২৪) স্বাস্থ্য সেবা প্রদান ।
>>> ই-লানিং এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিভিন্ন প্রশিক্ষন প্রদান।
>>> ওয়েব পোর্টাল এর মাধ্যমে অফিস পরিচিতি ও প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে জনগনকে জানানো ।
>>> স্বাস্থ্য বিভাগের নিজস্ব ওয়েব সাইটে হেল্থ বুলেটিন, নিউজলেটার, ইয়ার বুক স্বাস্থ্য গবেষণা কৌশল প্রকাশ।
>>> হেল্থ সিস্টেম স্ট্রেংদেনিং এর লক্ষ্যে অনলাইন রির্পোট মনিটরিং এর মাধ্যমে বিভিন্ন পুরস্কার প্রদান ।
>>> ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থ্যাপনায় সাপোর্ট টিকেট এর মাধ্যমে যে কোন অভিযোগ অন লাইন হতে গ্রহন ও সমাধান করা।
>>> হাসপাতালের সকল রোগীর সেবা ও ভর্তি আইসিডি (ICD-10) অনুসারে ডিএইচআইএস-2 সফটওয়ার এন্ট্রি নিশ্চিত করা ।
>>> স্বাস্থ্য বিভাগের সকল অফিসকে ইন্টারনেট ও ওয়াইফাই এর আওতায় নিয়ে আসা হয়েছে।
>>> ই-ফাইলিং চালু করন ।
>>> সকল নিয়োগ কার্যক্রম অনলাইন ভিত্তিক করা হয়েছে।
>>> কোভিড১৯ মহামারী মোকাবেলা করে এর সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
>>> কোভিড১৯ ভ্যাক্সিনেশন চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস