Wellcome to National Portal
Main Comtent Skiped

সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জ-এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। নারায়ণগঞ্জ জেলার জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমাদের কার্যালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, জেলার স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরতে এবং জনগণের সাথে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই পোর্টালটি গড়ে তোলা হয়েছে। আপনার মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

এইচপিভি ক্যাচ-আপ ক্যাম্পেইন ২০২৪, ঢাকা বিভাগ

ঢাকা বিভাগে এইচপিভি ক্যাচ-আপ ক্যাম্পেইন ২০২৪ শুরু হয়েছে। ৫ম শ্রেণী/সমমান শ্রেণীর ছাত্রী এবং ২০২৩ সালের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর যেসব ছাত্রী টিকা গ্রহণ করেনি, তারা ১০-১৪ নভেম্বর ২০২৪ এই ৫ দিনব্যাপী ক্যাম্পেইনে টিকা গ্রহণ করতে পারবে।

টিকা পেতে রেজিস্ট্রেশন করুন:
VaxEpi.gov.bd


Our Achievements

>>> ওয়েব বেইজ সফটওয়ার (DHIS-2) এর মাধ্যমে সকল  কমিউনিটি  ক্লিনিক (প্রায় ১৪০০ হাজার), উপজেলা, জেলা বিশেয়ায়িত হাসপাতালের সব  ধরনের তথ্য অনলাইন  এর মাধ্যমে  প্রদান ও নিজস্ব  সার্ভারে জমা  দেওয়া হয়, সে লক্ষে  পর্যাপ্ত  সংখ্যক  ল্যাপটপ, ডেক্সটপ ,ট্যাব, LAN সংযোগ, মোডেম সরবরাহ  করা  হয়েছে। 

>>> আঙ্গুলের ছাপ সনাক্তকরনের  মাধ্যমে অফিস উপস্থিতি তদারকি  করা হয় । 

>>> মানব সম্পদ ডাটাবেজের  (HRIS) মাধ্যমে  সকল কর্মকর্তা  ও কর্মচারীর পারসোনাল ডাটাসিট সংরক্ষন ও বদলী / পদায়ন নিশ্চিত  করন । 

>>> অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার দ্বারা  টেলিমেডিডসিন  সার্ভিস চালু আছে।

>>> ভিডিও  কনফারেসিং  এর মাধ্যমে উর্দ্ধতন  কর্তৃপক্ষের  সাথে  সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা ও মিটিং করা । 

>>> স্বাস্থ্য বাতায়ন এর ১৬২৬৩-তে ফোন করে  বিনামুল্যে  সবসময় (৩৬৫/২৪)  স্বাস্থ্য সেবা প্রদান । 

>>> ই-লানিং এর  ওয়েবসাইটের  মাধ্যমে  অনলাইনে বিভিন্ন  প্রশিক্ষন প্রদান। 

>>> ওয়েব  পোর্টাল  এর মাধ্যমে  অফিস  পরিচিতি  ও প্রদত্ত সেবাসমূহ  সম্পর্কে  জনগনকে জানানো । 

>>> স্বাস্থ্য  বিভাগের  নিজস্ব  ওয়েব  সাইটে  হেল্থ  বুলেটিন, নিউজলেটার, ইয়ার বুক  স্বাস্থ্য  গবেষণা  কৌশল প্রকাশ।  

>>> হেল্থ  সিস্টেম  স্ট্রেংদেনিং  এর লক্ষ্যে  অনলাইন  রির্পোট মনিটরিং  এর মাধ্যমে  বিভিন্ন  পুরস্কার  প্রদান । 

>>> ডিজিটাল  স্বাস্থ্য ব্যবস্থ্যাপনায়  সাপোর্ট  টিকেট  এর  মাধ্যমে  যে  কোন  অভিযোগ অন  লাইন  হতে  গ্রহন ও সমাধান  করা। 

>>> হাসপাতালের সকল রোগীর  সেবা ও ভর্তি আইসিডি (ICD-10) অনুসারে  ডিএইচআইএস-2 সফটওয়ার   এন্ট্রি  নিশ্চিত  করা । 

>>> স্বাস্থ্য বিভাগের  সকল  অফিসকে  ইন্টারনেট  ও ওয়াইফাই  এর আওতায়  নিয়ে  আসা হয়েছে। 

>>> ই-ফাইলিং চালু করন । 

>>> সকল নিয়োগ কার্যক্রম অনলাইন ভিত্তিক  করা হয়েছে।

>>> কোভিড১৯ মহামারী মোকাবেলা করে এর সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

>>> কোভিড১৯ ভ্যাক্সিনেশন চলমান রয়েছে। 

Event Calendar