সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জের ওয়েবসাইটে স্বাগতম
নাগরিক সেবা সহজলভ্য করার অঙ্গীকারে বদ্ধপরিকর সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্য ও ‘সিভিল সার্জন অফিস’ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদান করাই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সেবাসমূহ সম্পর্কে জানার পাশাপাশি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে।
এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয়ের কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সেবা, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া যাবে।
আমরা বিশ্বাস করি, এ প্ল্যাটফর্মটি নাগরিকদের সাথে সেতুবন্ধন তৈরি করবে এবং নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের সেবাকে আরও উন্নত ও কার্যকর করতে সহায়তা করবে।
জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ
ও তদারক করা। বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজিতে পরিদর্শন, মনিটরিং ও সুপারভিশন জোরদার করা এবং লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান করা। দুর্যোগকালীন সময়ে মেডিকেল টিমের মাধ্যমে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা। বিভিন্ন জাতীয় দিবস পালন করা। প্রতিবন্ধিদের মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রতিবন্ধি সার্টিফিকেট বিতরণ করা। মানুষের আচরন পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাট-বাজারে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS